নিজস্ব প্রতিনিধি, বানিয়াচঙ্গ (হবিগঞ্জ): হবিগঞ্জের বানিয়াচঙ্গে “একটি বাড়ি একটি খামার প্রকল্পঃ দারিদ্র বিমোচনে নতুন অভিযাত্রা” শীর্ষক দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামসুল ইসলাম।
বুধবার (২৮ জানুয়ারী) উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় ৫০ জন নব গঠিত সমিতির সভাপতি, ম্যানেজার এবং নতুন পুরাতন সমিতির মহিলা সদস্য অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষক ছিলেন প্রকল্পের বানিয়াচং সমন্বয়কারী তমাল বিজন দাস তালুকদার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নুরই আলম ও মোঃ নজরুল ইসলাম।
বিকেলে প্রশিক্ষণ সমাপনি ও মূল্যায়নকালে বক্তৃতা করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, ইউসিসি চেয়ারম্যান মোঃ ইমরান মিয়া সহ ৬জন প্রশিক্ষনার্থী।