চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয় ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে অগ্রণী উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু তাহের। এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পংকজ নাহা, ক্রীড়া শিক্ষক নুরুল ইসলাম, সহকারী শিক্ষক সুজিত কুমার দেবসহ ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ। বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।
এদিকে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বুধবার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শামছুননাহারের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব ছাড়াও কমিটির সদস্য ও অভিভাবকগন বক্তব্য রাখেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।