ফখরুল আলম বিশেষ প্রতিনিধি : পারস্পরিক ভাব বিনিময় আর পুরোনো দিনের স্মৃতিচারণ এবং প্রাণ খোলা আড্ডার মধ্যে দিয়ে সিংগের কাছ পাবলিক বহুমুখি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮৯ ও ৯০ ব্যাচের সাবেক ছাত্র/ ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্টান গত সোমবার (২৬ সেপ্টেম্বর) বার্মিংহামের মিষ্টি দেশ রেস্টুরেন্টের হল রুমে অনুষ্টিত হয়েছে।
পুনর্মিলনী অনুষ্টান টি বিদ্যালয়ের সাবেক ছাত্র আবু তাহির মোহাম্মদ লোকমান এর সভাপতিত্বে এবং জামাল হোসেন ও কয়েছ আলী প্রান্ত উপস্থাপনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল খালিক।
সভা শুরুর প্রথমই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন নজরুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মছলনদর আলী, আলী মোহাম্মদ ইকবাল, মুজিবুর রহমান, ওয়াতির আলী, ওমর ফারুক, শামীম হোসেন ছাদ, শরীফ উদ্দিন, সাইফুল আলম, আব্দুল রকিব, সৈয়দ মোস্তাকিম আলী, এনটিভি নর্থ এন্ড মিডল্যান্ড ব্যুরো প্রধান ফারছু আহমেদ চৌধুরী , লিভারপুল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখরুল আলম, শফিক আলী, নজরুল ইসলাম, তাজ উদ্দিন খালেদ, চ্যানেল এস প্রতিনিধি রাজু আহমেদ, সফিক মিয়া, সিরাজ উদ্দিন, আব্দুর মুনিম, বাবুল মিয়া, আব্দুল ওয়াদুদ, ছালিক আলী, সুন্দর আলী, ইসলাম উদ্দিন, রুকন উদ্দিন প্রমুখ।
শত স্মৃতি আর শত আবেগঘন পরিবেশের মধ্যে দিয়ে সিংগের কাছ পাবলিক বহুমুখি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন ছাত্ররা মিলন মেলার মাধ্যমে শৈশবেব নানান স্মৃতিচারণ সহ সারাদিন আড্ডায় মেতে থাকেন ।
এক আনন্দ ঘন মধ্যান্য ভোজের মধ্যে দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘটে। সভায় লন্ডন, কার্ডিফ, চেষ্টার, লিভারপুল,নর্থ ওয়েলস, সহ ইংল্যান্ডের বিভিন্ন স্থান প্রাক্তন ছাত্ররা মিলন মেলায় উপস্থিত হয়ে ছিলেন।