আজিজুল ইসলাম সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : মাধবপুরে চাঁদাবাজি কালে দুই ভাইকে হাতেনাতে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর একটি দল। রোববার রাতে উপজেলার হরিতলা গ্রামের আনেয়ার আলীর ছেলে কুদরত আলীর কাছ থেকে চাঁদা নেওয়ার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো একই উপজেলার হরিতলা গ্রামের নবীর হোসেনের ছেলে এনাম মিয়া (২৫) ও তার বড় ভাই মোস্তাক আহমেদ (৪২)।
র্যাব জানায়, রোববার দিবাগত গভীর রাতে র্যাব-৯ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি মোঃ হায়াতুন-নবী এর নেতৃত্বে এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর পরিচালনায় হরিতলা গ্রামের মোঃ কুদরত আলীর বসত বাড়ির উঠান থেকে চাঁদাবাজির নগদ এক লক্ষ টাকা নেওয়ার সময় এনাম বাহিনীর প্রধান এনাম মিয়া ও তার ভাই মোস্তাক আহমেদকে গ্রেফতার করে। এদিকে গতকাল সোমবার সকালে আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্ত করা হয়েছে। র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডিং অফিসার মোঃ হায়াতুন-নবী বিষয়টি নিশ্চিত করেছেন।