মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় পৃথক অভিযানে ১৭১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার ভোররাতে উপজেলার জারুয়াবাদ গ্রাম ও কৃষ্ণপুর গ্রাম থেকে মদ উদ্ধার করা হয়।
৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল সাজ্জাদ হোসেন জানান, সোমবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার কামাল মজুমদারের নেতৃত্বে একদল বিজিবি উপজেলার শাহজানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামে অভিযান চালিয়ে চোরকারবারীদের ধাওয়া দিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ( অফিসার চয়েজ) উদ্ধার করে।
অপর দিকে রবিববার সন্ধ্যায় বিজিবি রাজেন্দ্রপুর বিওপির নায়েব সুবেদার কামাল মজুমদারের নেতেৃত্বে বিজিবির অপর একটি টহলদল দল উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ১২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।বিজিবি’র ধাওয়া খেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।