শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকা-সিলেট চট্রগ্রাম পথে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকেট বৃদ্ধি ও সিলেট চট্রগ্রাম পথে নতুন ট্রেন চালুর দাবীতে সর্বদলীয় শায়েস্তাগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দাবী আদায় না হলে ৩ অক্টোবর রেলপথ অবরোধ পালন করা হবে।
সোমবার বিকেলে রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, জেলা আওয়ামীলীগ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ূন কবির সৈকত, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, পৌর যুবলীগ সভাপতি আব্দুল মুকিত, সর্বদলীয় শায়েস্তাগঞ্জ উন্নয়ন ফোরামের আহবায়ক মোশাররফ হোসেন শাহেদ, সদস্য সচিব সালাউদ্দিন লিটন, যুগ্ম-আহবায়ক মোঃ মাসুক আহমেদ, সাবাজ আহমেদ , শুভসহ শত শত লোকেরা।
মানববন্ধনে ফোরামের নেতৃবৃন্দ দাবী আদায়ের লক্ষ্যে আগামী ৩ অক্টোবর জংশনে রেলপথ অবরোধে অংশ নেয়ার জন্য সচেতন জেলাবাসীর প্রতি আহবান জানান।
উল্লেখ্য, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকা-সিলেট চট্রগ্রাম পথে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকেট বৃদ্ধি ও সিলেট চট্রগ্রাম পথে নতুন ট্রেন চালুর দাবীতে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জংশন এলাকায় সর্বদলীয় শায়েস্তাগঞ্জ উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত বিশাল সভায় দাবী আদায়ে কর্মসূচি ঘোষণা করা হয়।
এরমধ্যে রয়েছে ১৯ সেপ্টেম্বর, সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার,রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর স্বারকলিপি প্রদান, ২৬ সেপ্টেম্বর রেলওয়ে প্লাটফর্মে মানববন্ধন ও ৩ অক্টোবর রেলপথ অবরোধ।