চুনারুঘাট প্রতিনিধি : চুনারঘাটের দেওরগাছ আদর্শ বাজারে মাছের ঘর (ফিসশেড) উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিদষ চেয়ারম্যান ও উন্নয়নের রূপকার মোঃ আবু তাহের এ ফিসশেটের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আদর্শ বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহরম আলীর সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দেওরগাছ ইউপি চেয়াররম্যান আলহাজ্ব শামছুন নাহার, চুনারুঘাট রিপোর্টাস ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক ফারুক মাহমুদ, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান স্বপন, আব্দুল আউয়াল, আশ্রাব আলী হাবিলদার, আর্দশ বাজার কমিটির সেক্রেটারি মোঃ রজব আলী, ইউপি সদস্য রজব আলী ও সাংবাদিক খন্দকার আলাউদ্দিন।
আরজু মিয়া মাষ্টারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা তরুনলীগ সভাপতি মহিতুর রহমান রুমন ফরাজী, কৃষকলীগ ইউনিয়ন সভাপতি আঃ রহমান, স্থানীয় ইউপি যুবলীগ সাংগঠিক সম্পাদক সাহাব উদ্দিন মোল্লা সহ বাজার কমিটির নেতৃবৃন্দ। পরে তিনি ফিতা কেটে ফিসশেটের উদ্বোধন করেন। উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে এ ফিসশেট নির্মান করে। সভায় প্রধান অতিথি মোঃ আবু তাহের চলতি অর্থ বছরে বাজারে আরো একটি ফিসশেট নির্মান এবং বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে আরো ৮ লাখ টাকা বরাদ্ধ দেন।