মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ আমাদের নদীগুলো দিন দিন বিপন্ন হয়ে পড়ছে। খোয়াই, সুতাং ও পুরাতন খোয়াই নদীর উপর চলছে বিভিন্ন ধরণের অত্যাচার। একদিকে নদীর বুক থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন ও নদী দখল, অন্যদিকে শিল্প-কারখানার বর্জ্য ফেলে দূষিত করা হচ্ছে সুতাং নদীকে। তাই অবিলম্বে নদী ও জলাশয় দখল এবং দূষণের জন্য দায়ী ব্যক্তি ও শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ ২৫ সেপ্টেম্বর রবিবার বিশ্ব নদী দিবস উপলক্ষে গতকাল শনিবার সকাল ১১টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা ও খোয়াই রিভার ওয়াটারকিপার আয়োজিত ‘নদী তীরবর্তী সমাবেশ’-এ বক্তারা এ কথা বলেন। ‘সুস্থ নদী, সুস্থ নগর’ এই শ্লোগান নিয়ে বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের শুরুতে ধারণা বক্তব্য উপস্থাপন করেন খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ বাপা’র সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার হাবিবুর রহমান, সংস্কৃতিকর্মী মুজিবুর রহমান, পরিবেশকর্মী আহসানুল হক সুজা, মীর সজল, মুক্তাদির হোসেন, রুবেল আহমেদ, শেখ ওসমান গণি রুমী, তাছলিমা জাহান, মাহমুদুল হাসান মুফতী প্রমুখ। নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে বক্তব্য রাখেন কেরামত আলী, শেখ আজিজুল ইসলাম, রুমন মিয়া, জুয়েল মিয়া, আমির আলী, জাহির মিয়া মাঝি, রমিজ আলী মাঝি, আব্দুছ ছমেদ মাঝি, সাহেব আলী মেম্বার, আব্দুস সালাম মাঝি প্রমুখ। সভা পরিচালনা করেন বাপা হবিগঞ্জ শাখার যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন।
খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল তার বক্তব্যে বলেন, হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকার পশ্চিমদিকে খোয়াই নদীতে একটি নৌকাঘাট ছিল। শত শত বছর ধরে নৌকাঘাটটি থেকে প্রতিদিন দেড় শতাধিক নৌকা আদমপুর, অষ্টগ্রাম, মাদনা, ইকরাম, সুজাতপুর, বাজুকা, চানপুর, কাশীপুর, বুল্লা ইত্যাদি এলাকায় হাজার হাজার যাত্রী যাতায়াত ও মালামাল পরিবহন হত। গত ২ বছর ধরে নৌকাঘাটটি বন্ধ হয়ে গেছে। কারণ যে জায়গাটিতে নৌকাঘাট ছিল, খোয়াই নদীর ওই অংশটুকুর গতিপথই বদলে গেছে। গরুরবাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর অংশটি অনেক দূর সরে গেছে। নৌকা ঘাটের কাছ থেকে অপরিকল্পিত বালু উত্তোলন ও মাটি কাটার কারণে এমনটি হয়েছে। এছাড়া শহর এলাকায় বয়ে চলা খোয়াই নদীতে দায়িত্বশীল প্রতিষ্ঠানসহ কিছু সুযোগসন্ধানী মানুষ অহরহ ময়লা ফেলে ভাগাড়ে পরিণত করেছে। এ নিয়ে আমরা শংকিত।
হবিগঞ্জের পুরাতন খোয়াইয়ের বর্তমান চিত্রটিও রীতিমত আঁৎকে ওটার মত। নদীটির অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেছে অবৈধ দখলের কারণে। সদর হাসপাতাল থেকে দক্ষিণ শ্যামলী পর্যন্ত নদীটির অস্তিত্ব কোনমতে টিকে থাকলেও স্থানে স্থানে দখলের কারণে সঙ্কুচিত হয়ে পড়েছে। নদী পাড়ের বাসিন্দা ও কিছু প্রতিষ্ঠান নদীটিকে ভরাট করে তাদের নিজেদের আয়ত্বে নিয়ে এসেছেন। এর সাথে আছে অব্যাহত দূষণ। আশপাশের বাড়িঘরের সমস্ত ময়লা-আর্বজনা ও পয়ঃনিষ্কাশনের শেষ পতনস্থল হচ্ছে পুরাতন খোয়াই।
এদিকে, গত কয়েক বছর ধরে মাধবপুর ও সদর উপজেলায় গড়ে ওঠা কলকারখানার বর্জ্যে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। কলকারখানার বর্জ্যে সুতাং নদীসহ আশ-পাশের জলাশয়গুলো মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। শিল্পবর্জ্য দূষণে সুতাং নদীটি হয়ে পড়েছে মৎস্যশূন্য, নদীর পানি ব্যবহারকারীরা পড়েছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। মারা যাচ্ছে হাঁস-মোরগ-গবাদিপশু। মানুষ আক্রান্ত হচ্ছে চর্মরোগসহ নানা অসুখে।
মাঠে ফসল উৎপাদন কমে যাচ্ছে। পরিবেশ-প্রতিবেশের প্রতি লক্ষ্য রেখে এখনই দখল ও দূষণ প্রক্রিয়া রোধসহ দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে খোয়াই, সুতাংসহ অন্যান্য নদী-জলাশয়ের সুস্থ স্বাভাবিক ও প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।