আজিজুল ইসলাম সজিব, হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের লাখাই উপজেলায় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। শনিবার সকাল ১১টায় উপজেলার জিরুণ্ডা গ্রামে এ সংঘর্ষ হয়।
স্থানী সূত্রে জানান, হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুণ্ডা গ্রামের আবুল কালাম ও সানোয়ারের মাঝে পূর্ব বিরোধের জের ধরে শনিবার সকাল ১১টায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে লাখাই থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে মামুন (২৪), জাহেদ আলী (৩২), চান মিয়া (৪৫), লাল মোহন (৫০), ফরিদ (৩৪), ফারুক (৩৫), আশ্রব (৫০), রাজু (২৫), মোতাব্বির (৩০), সুমন (২৫) ও মাহফুজ (২২) সহ ৪০ জন লোক আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সংঘর্ষের পর আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে এসে ফের সংঘর্ষে জড়ায়। এ সময় হবিগঞ্জ সদর থানা পুলিশ ফরহাদ ও জুয়েল নামের ২ দাঙ্গাবাজকে আটক করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।