সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ থেকে॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শিড়ালেরপুঞ্জি ও মামদপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে শতাধিক লোকজন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘ দিন ধরে শিড়ালেরপুঞ্জি ও মামদপুর গ্রামবাসীদের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে মনমালিন্য চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে।
এতে দু-পক্ষের মধ্যে প্রায় ২ঘণ্টা সময় সংঘর্ষ চলার পর স্থানীয় লোকজন গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সংঘর্ষে শিড়ালেরপুঞ্জি ও মামদপুর গ্রামবাসীর মধ্যে আহত হয়েছেন, কদর মিয়া (৬০) গনি মিয়া (৩৫) লেবু মিয়া (৪০) শাহিন মিয়া (৩৫) সফিক মিয়া (৩২) শিশু তাহের মিয়া (৮)তোফাজ্জুল মিয়া (১২) ফারছু মিয়া (৩০) মছব্বির মিয়া (৩০) আব্দুল হাই (৩৫) মুহিদ মিয়া (৩০) সুফি মিয়া (৩০)কুশুম বিবি (৬০) খালেদ মিয়া (২৫) হেলাল মিয়া (২২) তছর আলী ( ৪২) জামাল আলী (৩৫) কন্টর আলী (৭০) জালাল আলী (৫০) নুয়াজ আলী (৫৫) আমির আলী (২৮) ফুল মিয়া (৪০) সুমন মিয়া (২৫) হেলাল মিয়া (১৮) সেজু আহমেদসহ তাদের কে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ও অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারও বড় ধরনের সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।