হীরেশ ভট্টাচার্য্য হিরো, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার আউলিয়াবাদ আর.কে উচ্চ বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আসাদুজ্জমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক লুৎফুর রহমান ও মনিরুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোস্তাক আহম্মেদ হেলাল চৌধুরী, আবু লাল মিয়া, আব্দুল জলিল, সাইফুল ইসলাম সুমন, আইয়ুব খান, অনিতা কর্মকার, শেখ সাগর আহম্মদ কুদ্দুস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হালিমা আক্তার লিপি, বৃষ্টি দত্ত প্রমুখ।