চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে সোহেল মিয়ার নামে এক যুবকে অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য উপজেলার দেওরগাছ ইউনিয়নের সুতাং নদী পাশে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে অভিযোগেরর কোথাও অবৈধ বালু উত্তোলন করতে দেখা যায় নি। পরে মোবাইল কোর্ট করতে আসা হবিগঞ্জ জেলা পরিষদেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আরিফুল ইসলাম গতকাল সোমবার দুপুরে সুতাং নদীর বিভিন্ন স্থানে অভিযান করেন।
সুতাং নদীর পাশে কিছু দিন পূর্বে উত্তোলন করা বালু পাওয়া যায়। কিন্তু সেখানে যাওয়ার পর এলাকাবাসী ম্যাজিস্ট্রেটকে জানান ঐ যুবক কয়েক দিন পূর্বে বালুগুলো উত্তোলন করে সেখানে রাখে।
সুহেলের পরিকল্পনা হল মোবাইল কোর্ট করে বালুগুলো নিজেই নিলামে নিয়ে ব্যবসা করার পায়তারা করছিল। পরে সে সুতাং নদীতে নিলামকৃত বালুর সাথে অবৈধভাবে বালু উত্তোলন করতে পারবে। কিন্ত নিজেই পরে ফেঁসে গেল। জ্ঞানগর্ভ ম্যাজিস্ট্রেট বুঝতে পারলেন তার চালাকি। পরে তার সাথে থাকা মোটরসাইকেলটিতে কাগজপত্র না থাকায় এ জন্যে ৪ হাজার টাকা জরিমানা করেন এবং মোটরসাইকেল টি পুলিশের জিম্মায় দেয়া হয়।