হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সবুজবাগস্থ লিসডা ট্রেনিং ইনস্টিটিউট হবিগঞ্জ প্রেসক্লাবে বর্তমান সময়ের জাতীয় সমস্যা জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী আলোচনা সভা ও সনদপত্র বিতরন অনুষ্টান সম্পন্ হয়েছে।
রোটার্যক্টর প্রেসিডেন্ট জারিন তাসলিম পপির সঞ্চালনায় মোঃ আব্দুস শহীদ চৌধুরী চেয়ারম্যান লিসডা ট্রেনিং ইনস্টিটিউট এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন লিসডার ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক রোটারিয়ান এ.এস.এম মহসিন চৌধুরী।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জঙ্গি ও সন্ত্রাস বাদ প্রতিরোধ কমিটি রোটারিয়ান মোঃ লুৎফুর রহমান তালুকদার, নাজমুল হোসেন চৌধুরী, মোছাঃ মাহমুদা আক্তার, মীর মোঃ আব্দুর রহিম, মোঃ জসিম উদ্দিন, রনজিত চন্দ্র কপালি, উজ্জল চৌধুরী, স্বপ্না বেগম তালুকদার, নুরুল আমীন রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, লিসডা ট্রেনিং ইনস্টিটিউট থেকে যারা আজকে সনদ পেলেন তারা নিজের আত্ব উন্নয়ন ও সমাজের মঙ্গঁলার্থে কাজ করবেন। জঙ্গি সম্পর্কে তথ্য জানলে সাথে সাথে আইন প্রয়োগ কারী সংস্থাকে জানাবেন। আই টি সেক্টরে বর্তমান সরকারের প্রচেষ্টায় অনেক অগ্রসর হয়েছে। ই কমার্স বা আউট সোসিং এ বাংলাদেশ বিশ্বের তৃতীয় স্থান অর্জন করেছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়, নিকট অতীতেও বাংলাদেশ দূনীতিতে শীর্ষ ছিল কিন্তু বর্তমানে আমরা সেটা কাটিয়ে উঠতে পারছি। এমপি আর ও বলেন লিসডা দীর্ঘ দিন যাবত হবিগঞ্জে আত্ব কর্ম সংস্থান সৃষ্টি হয় এমন কোর্স গুলি সফলতার সাথে সম্পন্ন করছে যা বেকারত্ব দূরীকরনে অগ্রনী ভূমিকা রাখছে তার জন্য ধন্যবাদ জানাই লিসডা ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক এ.এস.এম মহসিন চৌধুরীকে। লিসডা কে ই কর্মাসের উপর জোর দেবার আহবান জানান।
শতাধিক ছাত্র-ছাত্রী দের মাঝে সনদ বিতরন শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।