মোঃ আকরামুল ইসলাম, চুনারুঘাট থেকে ঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চান্দপুর বস্তিতে পল্লী সমাজের শতাধিক দরিদ্র নারী-পুরুষদের বিনামূল্যে রক্তের গ্র“প পরীক্ষার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গতকাল ১৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ ঘটিকায় চুনারুঘাট উপজেলার চান্দপুর বস্তির পল্লী সমাজের সভাপতি নূরুন্নাহারের নিজ বসত বাড়ীতে পল্লী সমাজের উদ্যোগে শতাধিক অসহায়, গরীব, দরিদ্র নারী-পুরুষ, পল্লী সমাজের সদস্যসহ এলাকার ছোট-বড় সকলকেই বিনামূল্যে শরীরের বিভিন্ন রোগ ও স্বাস্থ্যসহ রক্তের গ্র“পের যাবতীয় পরীক্ষা করা হয়েছে।
রক্তের গ্র“প পরীক্ষার ক্যাম্পেইন অনুষ্ঠানে রোগীদের চেকআপ ও ঔষধসহ চিকিৎসা প্রদান করেন নিসর্গ সচেতন সাহায্য সংস্থার হেল্থ ওয়ার্কার ঝর্ণা দেব। বিনা মূল্যে রক্তের গ্র“প ক্যাম্পেইন অনুষ্ঠানকে সফল করার জন্য দিন-রাত পরিশ্রম করায় পল্লী সমাজের সভা প্রধানসহ সকল সদস্যবৃন্দকে এলাকাবাসী ধন্যবাদ জানায় এবং এ ধরনের ক্যাম্পেইন যাতে প্রতি মাসেই অনুষ্ঠিত হয় এ ব্যাপারে ক্যাম্পেইনে আগত উপস্থিত রোগীরা এ অনুরোধ জানায়।
ক্যাম্পেইন অনুষ্ঠান উপস্থিত ছিলেন চুনারুঘাট ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির অফিসার অল্লিকা দাস, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আকরামুল ইসলাম, নিসর্গ সচেতন সাহায্য সংস্থার সদস্য রাবেয়া বেগম, গ্রাম সর্দার মোঃ লোকমান সর্দার, চান্দপুর বস্তি পল্লী সমাজের সভা প্রধান নূরুন্নাহার, সেক্রেটারী মরিয়ম বেগম, ক্যাসিয়ার জাহানারা বেগম, সদস্য আজগর মিয়া, আব্দুর রহিম, হালিমা, দৌলতুন্নেছা, হাসিনা, রমজান, আবুল কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানুষের শরীরের যাবতীয় রোগের সমস্যা হলে বিশেষ করে (ম্যালেরিয়া, জ্বর) হলে রক্তের গ্র“প পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা যেকোন নিকটস্থ হাসপাতালে গিয়ে বিনামূল্যে রক্তের গ্র“পের পরীক্ষার চিকিৎসা করাবেন এবং প্রয়োজনে নিকটস্থ পল্লী সমাজের সদস্যদের পরামর্শ গ্রহণ করবেন।