বাহুবল প্রতিনিধি:উপজেলা প্রশাসন পরিচালিত বাহুবল কিশলয় কিন্ডারগার্টেনে শিশুবরণ অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নাজমুল হক। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ জামাল আহমেদ, শিক্ষক মিশন পাল, সুশান্ত পাল, শিপ্রা রানী নাগ, ঝুমা রানী দেব, শেফাজা খাতুন, মারজিয়া বেগম, শারমিন নাহার ঝর্ণা, শারমিন আক্তার, অভিভাবকদের মাঝে আব্দুল্লাহ আল মামুন, ফারুক আহমেদ, রহিম, ফরজু, ছায়েদ, প্রণয় কান্তি, লাকি আক্তার প্রমুখ।