খন্দকার আলাউদ্দিন ॥ চুনারুঘাটে যৌতুকের বলি তাহেরা আক্তার (২২) এর হত্যা দায় স্বীকার করেছে ঘাতক স্বামী রাসেল মিয়া। যৌতুক লোভী স্বামী ও তার পরিবারে লোকজনের নির্মম নির্যাতনে শিকার হয়ে ৭ মাসের অন্তরসত্ত্বা গৃহবধুর ঘটনাস্থলেই তাহেরার মৃত্যু হয়।
এদিকে ময়না তদন্ত শেষে নিহত তাহেরার লাশ শুক্রবার সন্ধ্যায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। ঘাতক রাসেলসহ ৫ জনকে আসামী করে নিহত তাহেরার বাবা আঃ সাত্তার বাদী হয়ে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক রাসেল মিয়া প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে। আজ রোববার রাসেল মিয়া পুলিশের কাছে ১৬৪ ধারা জবানবন্দী শেষে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হবে। উল্লেখ্য, উপজেলা শানখলা ইউনিয়নের আব্দুস সাত্তারের মেয়ে তাহেরা আক্তারের সাথে একই ইউনিয়নের সাদেকপুর গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে রাসেল মিয়ার সাথে ৮ মাস পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকেই রাসেলের পরিবার যৌতকের দাবীতে বিভিন্ন সময়ে তাহেরার সাধে ঝগরা হতো।
এর প্রেক্ষিতে গত শুক্রবার গভীর রাতে যৌতুকের দাবীকৃত ১ লাখ টাকা নিয়ে রাসেল ও তাহেরার মাঝে ঝগড়া বাধে। এক পর্যায়ে স্বামী রাসেল ও তার পরিবারের সদস্যরা ৭ মাসের অন্তঃস্বত্তা তাহেরার উপর নির্যাতন চালায়। এ সময় স্বামী সহ নির্যাতনকারীদের উদ্দেশ্য করে তাহেরা নির্যাতনের এক পর্যায়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় হতভাগী তাহেরা। গত শুক্রবার সকালে খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে ঘাতক স্বামী রাসেল জানায় ‘তাহেরা বাথরুমে পা পিচলা খেয়ে পড়ে মারা যায়’। এ সময় পুলিশের সন্দেহ হয় রাসেলের কথাবার্তা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাসেলকে গ্রেফতার করে পুলিশ। এলাকাবাসি আরো জানান, তাহেরা চিল শান্ত স্বভাবের মেয়ে।