ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮ এ দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও দুইজন। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার রুপসপুর গ্রামের হাবিবুর রহমান, তার দুই ছেলে মো. কামরান ও আবু সুফিয়ান এবং তাদের আত্মীয় আলী হোসেন, মুর্শিদুর রহমান, মুক্তার মিয়া ও আব্দুল হান্নান। হাসপাতালে নিহত একজনের পরিচয় জানা যায়নি।
আহত বাকি দুইজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মহাসড়কের শশই এলাকায় এনা পরিবহনের একটি বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
নিহতদের পরিচয় নিশ্চিত করে স্বজন ফয়সাল আহমেদ জানান, আবু সুফিয়ানের বিয়ে উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া আসছিল।