হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ শহরের নিউফিল্ডে বাণিজ্য মেলায় ২ লিটার মদসহ আলী হোসেন নামে এক রিক্সাচালককে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ২ লিটার মদ নিয়ে মেলায় প্রবেশ করে রিক্সাচালক আলী হোসেন। মেলায় কর্মরত কয়েকজন তাকে হাতেনাতে আটক করে সেখানে কর্তব্যরত পুলিশের নিকট সোপর্দ করে। খবর পেয়ে সদর থানার এসআই শফিকুল ইসলাম মেলায় গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে এসআই শফিকুল ইসলাম জানান, তাকে মেলার ভেতর থেকে ২ লিটার মদসহ গ্রেফতার করেছি। সে মেলার ভেতরে মানুষের নিকট মদ বিক্রি করে বলে স্বীকার করেছে। আটক আলী হোসেন সাংবাদিকদের কাছে বলেন, আমি একজন সাধারণ রিক্সাচালক। এক ব্যক্তি আমার রিক্সা থেকে নেমে একটি বোতল মেলার ভেতরে নিয়ে যেতে বললে আমি পানির বোতল মনে করে বোতলটি নিয়ে মেলার ভেতরে ঢুকি। পরে মেলায় কর্তব্যরত দুজন লোক আমাকে বোতলসহ আটক করে পুলিশে সোপর্দ করে। আটক আলী হোসেন চুনারুঘাট উপজেলার মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে। বর্তমানে তিনি মোহনপুরে থেকে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।