আজিজুল ইসলাম সজিব, হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ টেটাবিদ্ধ দেড়-শতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৪ জনকে সিলেট ও ৫০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বানিয়াচং উপজেলার দক্ষিন সাঙ্গর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাইদুর রহমানের একটি মোবাইল ফোন সম্প্রতি চুরি হয়।
মোবাইল ফোন চুরির বিষয়ে নিয়ে আজ বৃহস্পতিবার সকালে সাইদুরের সাথে একই গ্রামের আতাবুর মিয়ার ছেলে লিটন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সাড়ে ৪ ঘন্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষ, টেটাবিদ্ধসহ৪দেড়-শতাধিক লোকজন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় এবাদ মিয়া, আলমগীর মিয়া, আউয়াল মিয়া, জিয়াউর রহমান, সাবাজ, সারাজ, মাসুক, আব্দুল মিয়া, ভিংরাজ, সানু মিয়া, হামিদ মিয়াসহ ১৪ জনকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলঃ- মিজানুর,শাহ-আলম,ভিংরাজ,রুবেল,মুফ মিয়া,নজির,তৈয়ব আলী,তজমুল,জমির,দিয়ারিচ,রোজেন, সিরাজ, আঙ্গুর,আঃ খায়ের,জমির, মিরাজ, রওফ,জুবায়ের,লুৎফুর,আলমগীর,জুনায়েদ,রাসেল,দিয়ারিছ,অজুফা,আকলিমা,রিজিয়া,রিপন,আব্দুল্লা,টেনু,আলিনুর,জুনায়েদ,হামিদুল,সাফিয়া,জাহিনুরকে এছাড়া হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ৫০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বানিয়াচং থানা ও হবিগঞ্জ দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে গ্রামবাসির সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।