নওরোজুল ইসলাম চৌধুরী.
বর্তমান যুগের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ আমাদের খুবই প্রয়োজন। বিদ্যুৎ ছাড়া এখন আমরা এক মুহুর্ত চলতে পারিনা। কারণ সভ্যতার চাবিকাঠি ও আর্থ-সামাজিক উন্নয়নে বিদ্যুৎতের কোন বিকল্প নেই। এ বাস্তবতাকে উপলব্ধি করে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বাংলাদেশ পল্লী বিদ্যুাতায়ন বোর্ডের নিয়ন্ত্রণে ও সার্বিক সহযোগিতায় “লাভ নয় লোকসান নয়- বিদ্যুতে দেশ ও জাতির উপকার হয়”। এই নীতিতে বিশ্বাস করে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হবিগঞ্জ জেলার গ্রামীণ জনগণের জীবন মান আর্থ-সামাজিক উন্নয় ও আলোকিত জনপথ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জেলার ৮টি উপজেলায় সমতার ভিত্তিতে ৫১৪ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিক সেবার মন নিয়ে বিদ্যুতায়নের কাজ করে যাচ্ছে। বিদ্যুতায়নের কার্যক্রম সত্যিই অত্যান্ত ব্যয়বহুল, সময় সাপেক্ষ ও চলমান প্রক্রিয়া। আমাদের মতো উন্নয়শীল দেশে আর্থিক সীমাবদ্ধতার দরূন সরকারের পক্ষে বিপুল পরিমাণ অর্থ যোগান দেয়া সম্ভব নয়। বিধায় সারা দেশের পুরো এলাকা এক সাথে বিদ্যুতায়ন করা যাচ্ছে না। তার পরও বাংলাদেশের অন্যান্য পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আমাদের হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জেলার পুরো এলাকাকে ১৩টি ভাবে ভাগ করে নির্বাচিত পরিচালকদের নিয়ে বোর্ড কর্তৃক সমিতির সার্বিক কর্মকান্ড ও গ্রাহক সেবার মান অনেকাংশে এগিয়ে চলছে। বিশেষ করে আমাদের হবিগঞ্জ-লাখাই উন্নয়নের রূপকার বার বার নির্বাচিত জননন্দিত নেতা আলহাজ্ব এডভোকেট আবু জাহির মাননীয় সাংসদ, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য হওয়ায়, উনার আন্তরিক চেষ্টায় ও সুযোগ্য নেতৃত্বে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুতের অধিক বরাদ্দ পেয়ে থাকে। যার দরূন হবিগঞ্জ বাসীর প্রতিটি উপজেলায় দ্রুত গতিতে বিদ্যুৎ বিহীন এলাকায় বিদ্যুতায়নের কাজ এগিয়ে চলেছে। আশা করা যাচ্ছে কয়েক মাসের ভিতরেই হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ শেষ হবে। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সুযোগ্য জেনারেল ম্যানাজার জনাব মোঃ সোলায়মান মিয়া সমিতিতে যোগদানের পর সমিতির কাজের গতি আরো সঞ্চারিত হয়েছে। তিনি সমিতি বোর্ডের সম্মানিত পরিচালকদের সহযোগিতা নিয়ে এবং সকল পরিচালকদের নিজ নিজ এলাকায় কিভাবে দ্রুত গতিতে বিদ্যুতায়নের কাজ সম্পন্ন করা যায় সে ব্যাপারে প্রতি মাসেই মাসিক বোর্ড সভায় সিদ্ধান্তের মাধ্যমে সমিতির সকল কার্যক্রম পরিচালনা করেন। সমিতি বোর্ডের নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান এর সুযোগ্য নেতৃত্বে পল্লী বিদ্যুৎ সমিতির আইন-শৃংখলা, নিরাপত্তা ও গ্রাহক সেবা সার্বিক ভাবে পরিচালিত হচ্ছে। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে জেলার ৮টি উপজেলায় ও সুনামগঞ্জ জেলার ৩টি উপজেলায় (দিরাই, সাল্লা, জগন্নাথপুর) প্রকল্পের আওতায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতায়নের কাজ চলছে। বিশেষ করে নবীগঞ্জ, বানিয়াচং ও আজমীরিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা নি¤œাঞ্চল হওয়ায় অনেক ঝুঁকি নিয়ে লাইন নির্মাণ ও সংযোগের কাজ করা হচ্ছে। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৪টি জোনাল অফিস (নোয়াপাড়া, নবীগঞ্জ, বানিয়াচং, চুনারুঘাট) ও একটি সাব জোনাল অফিস লাখাই উপজেলা কালাউক সদরে অবস্থিত। এছাড়া ৪টি এরিয়া অফিস ১৮টি অভিযোগ অফিস, সাব-স্টেশন (উপকেন্দ্র) ৬টি নিয়ে এ পর্যন্ত ২২৬২৭৪ (দুই লক্ষ ছাব্বিশ হাজার দুই শত চৌয়াত্তর) জন গ্রাহক সদস্য বিদ্যুতের সুবিধা ভোগ করে যাচ্ছেন। এছাড়া ও বিদ্যুৎ বিহীন গ্রামীণ জনপদের উন্নয়নের স্বার্থে দ্রুত গতিতে বিদ্যুতায়নের কাজ এগিয়ে চলছে। যা বর্তমান ও আগামী প্রজন্মের উন্নয়নের সহায়ক হবে।
লেখকঃ সহ-সভাপতি সমিতি বোর্ড
পরিচালক- ৩নং এলাকা (হবিগঞ্জ সদর)
সভাপতি- সদস্য সেবা উপ-কমিটি, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।