হবিগঞ্জ প্রতিনিধি :
ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আগামীকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর)।
বিশ্ব মুসলিম জাহান প্রতিবছর এ আনন্দ উৎসবটি পালন করেন। পশু জবাইয়ের মাধ্যমে মানুষের পাশবিক মনোবৃত্তিকে নিবৃত্ত করাই পবিত্র ঈদুল আযহার শিক্ষা।
প্রতিবারের ন্যায় এবারও হবিগঞ্জ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে এ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হবিগঞ্জ কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে। জেলার সবচেয়ে বড় এ ঈদগাহে ২টি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত সকাল ৮টায় এবং ২য় জামাত সকাল ৯টায়। এছাড়াও সকাল সাড়ে ৮টায় শহরের চৌধুরীবাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ, টাউন মসজিদ (চান মিয়া মসজিদ) ও উমেদনগর মাদ্রাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় জামায়াত হবে শহরের সওদাগর জামে মসজিদে।
তবে বৃষ্টি কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতির উদ্ভব হলে শাহী ঈদগাহের পরিবর্তে সকাল সাড়ে ৮টায় কোর্ট মসজিদে জামায়াত অনুষ্ঠিত হবে।