চুনারুঘাট প্রিতিনিধ:- চুনারুঘাট উপজেলা’র উবাহাটা ইউনিয়নের বড়কোটা জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শেকড় ফেইসবুক ইউজার পেইজ(হুড়ারকূল,বড়কোটা,সিকান্দরপুর, তাউশি,অলিপুর) উদ্যোগে শতাধিক দুস্থ অসহায় লোকের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বিতরনের পুর্বে আলোচনা সভা পরিচালনা করেন,স্বপন তরপদার। উক্ত বিতরন সভায় উপস্থিত ছিলেন সমাজসেবক সি আর সুমন,রুয়েল তালুকদার, রাজু,হারুন চোধুরী,শাহীন, এ আরজীবন,ফয়সাল,পলাশ,নাছির,রুয়েল,জাহাঙ্গীর, তারেক,রুমেল, জনি, শাহ আলম, সাদেক সহ এলাকার শতাদিক ব্যক্তিবগ এ সময় স্বপন তরফদার বলেন,মানুষ মানুষের জন্য। আমরা (শেকড়)আমৃত মানুষের সেবায় নিয়োজিত থাকব।সমাজের অসহায় মানুষের সেবা করাই আমাদের মূল উদ্যেশ্য।আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন,মো: খলিল মিয়া।