হবিগঞ্জ প্রিতিনিধী: হবিগঞ্জ জেলার সদর উপজেলার বৈদ্যার বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মালেক মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।
সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বনগাঁও গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মালেক মিয়া বনগাঁও গ্রামের ইলেকট্রিশিয়ান কবিরের পিতা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে বাড়ির পাশে জমিতে কৃষিকাজ করতে গিয়ে জমিতে পড়ে থাকা বিদ্যুৎতের ছেড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
লস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান হিরু মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।