খন্দকার আলাউদ্দিন ॥ চুনারুঘাটে দেওরগাঁছ ইউনিয়নের দুর্ঘম অঞ্চলের সুতাং নদীর বনগাঁও এলকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপসহ বালু উত্তোলনের যন্ত্রপাতি জ্বালিয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলামের নেতৃত্বে ও চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীসহ একদল পুলিশের সহযোগীতায় সুতাং নদীর সংলগ্ন বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিনসহ যন্ত্রপাতি জব্দ করেন। পরে জব্দকৃত মেশিনটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
জানাযায়, সুতাং নদীতে পানিতে লোকানো অবস্থায় শ্যালো মেশিনটি ছিল। পরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেশিনটি উদ্ধার করে আগুন দিয়ে পুড়ানো হয়। দীর্ঘদিন যাবৎ একটি প্রভাবশালী মহল আমতলী ও বনগাও সংলগ্ন সুতাং নদী থেকে সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত সুতাং নদীর ‘ক’ ও ‘খ’ অংশে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।
সুতাং নদীর ক ও খ অংশের প্রায় ৭ কোটি টাকা হওয়ায় কেউ লিজ আনতে নারাজ। তাই অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে স্থানীয় কতিথ রাজনৈতিক নেতারা। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ভ্রাম্যমান অদালত অভিযান চালিয়ে উল্লেখিত মালামাল জব্দ করে। জনসাধারণের চলাচলের প্রধান সড়ক এবং আমতলী বাজারের নিকট কোন ধরণের বালু রেখে বিক্রি না করা হয় সে বিষয়ে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী মনিটরিং করার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রট তনময় ইসলাম।
এছাড়াও দেওরগাঁছ ইউনিয়নের চেয়ারম্যান শামছুন নাহার চৌধুরীকে এ বিষয়ে অবগত করা হয়। তিনি যেন অবৈধভাবে বালু উত্তোলন ও আমতলী বাজারে বালু রেখে বেচা কেনা না হয় সে বিষয়ে নজর রাখতে বলা হয়। ভ্রাম্যমান অদালতে সহযোগীতায় ছিলেন চুনারুঘাট থানার এএসআই মলাই মিয়া ও এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার মনিরুজ্জামান। মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রট জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।