সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ (দিনারপুর) থেকে॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহা সড়কের নিকটে অবস্থিত ঐতিহ্যবাহী দিনারপুর জনতার বাজারে জমে উঠেছে জমজমাট কোরবানীর পশুর হাট।
শনিবার সকাল থেকে রাত ১০টা পযর্ন্ত গরু ছাগল পশু বেচাকেনার আমেজ চলছে। বিকাল ৩ ঘটিকায় কোরবানীর পশুর হাটে গিয়ে দেখা যায় ক্রেতাসাধারণ প্রচন্ড ভীড়। বিক্রেতারা জানান, অন্যান্য বারের চেয়ে এবার পশুর চাহিদা বেশি থাকলেও বাজারে পশু বিক্রি হচ্ছে কম।
এ প্রতিবেদকে এক ব্যবসায়ী জানান, তাদের চাহিদার মতো পশু তোলা হলেও প্রয়োজনের তুলনায় ক্রেতার চাহিদার খুবই কম। ক্রেতাদের সাথে আলাপকালে জানাযায়, এবার পশু কম হওয়ায় টাকার পরিমাণটা বেশি দিতে হচ্ছে।
তবে ক্রেতাগণ আশা করে যে, তারা ঈদের আগেই পশু গুলো ন্যায্য মুল্যে ক্রয় করতে পারবেন। বিক্রেতাদের প্রত্যাশা তাদের চাহিদা অনুযায়ী বিক্রি হচ্ছে না। তবে তারা মনে করেন ঈদের ২/১ দিন আগে পশু কেনাবেচা জমে উঠবে, তাঁর ভাল দামে বিক্রি করতে পারবেন।
অপর দিকে উপেজলার বাউসা ইউনিয়নের দেবপাড়া বাঁশডর গ্রামের বাসিন্দা মোঃ অনোয়ার মিয়া তালুকদার, জনতার বাজারে আসার পরপরই দিন-দুপুরে এক মুখোশ দারী চোর চক্র মোবাইল সহ কয়েক হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।