শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক জালাল আহম্মদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বক্তৃতা করেন স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ ছোরাব আলী, ফিরুজ আলী লিলু মিয়া, কাজী আব্দুল আউয়াল মামুন, জবা রাণী রায়, হাজী মোঃ আব্দুর রহমান, মোঃ মেরাজ আলী, স্কুল শিক্ষিকা হালিমা খাতুন প্রমুখ।
আলোচনা শেষে স্কুলের ১১৩ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। পরে মিলাদ মাহফিলে মোনাজাত করা হয়।