নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ শহরতলীর ছালামতপুর এলাকা থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে আধা কেজি গাজাসহ শেলিনা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক সম্রাট শেলিনার ভুয়া স্বামী নিজাম উদ্দিন দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে মাদক আইনে দু’ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর গ্রামের মৃত কনা মিয়া’র ছেলে মাদক সম্রাট নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে ওই এলাকার ব্র্যাক অফিস সংলগ্ন একটি ভাড়াটিয়া ঘরে ষ্টেশনারী, চা ও ভাঙ্গারী ব্যবসার অন্তরালে ইয়াবা, হিরোইন ও গাজা ব্যবসা চালিয়ে আসছে।
এতে ওই এলাকার যুব সমাজ বিপদগামীসহ পরিবেশ বিনষ্ট হয়ে আসছে। এছাড়াও উক্ত নিজাম উদ্দিন ওই এলাকায় অবস্থিত গরু বাজারে যাতায়াতরত ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে শেলীনা বেগমকে নিয়ে চাদাঁ আদায় করারও অভিযোগ রয়েছে।
কেউ না দিলে তাদের হাতে নাজেহাল হতে হয়। তাদের এ সব কর্মকান্ডে গ্রামবাসীও চরম অতিষ্ট হয়ে উঠে। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আব্দুল বাতেন খান’র নির্দেশে শুক্রবার গভীর রাতে এসআই প্রদ্যুৎ ঘোষ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ভাড়াটিয়া দোকানে হানা দিলে মাদক সম্রাট ও ওই এলাকার ত্রাস নিজাম উদ্দিন দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ নিজামের কতিত স্ত্রী শেলীনা বেগমকে আটক করে। এ সময় ঘর তল্লাশী করে প্রায় আধা কেজি পরিমানের গাজা ও অন্যান্য সরঞ্জামাধি উদ্ধার করে।
এ ব্যাপারে এসআই প্রদ্যুৎ ঘোষ চৌধুরী বাদী হয়ে পলাতক মাদক সম্রাট নিজাম ও ধৃত শেলীনা বেগমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে।