বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের মিরপুর বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আহত সুজন সরকার (২২) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
সুজন সরকার পশ্চিম জয়পুর গ্রামের ইব্রাহিম ওরফে মিঠার বাপের পুত্র।
প্রসঙ্গত, বাহুবল উপজেলার নতুন বাজারস্থ ‘ওমেরা’ কোম্পানীর পুরাতন সিলিন্ডার ক্রয় নিয়ে দুই ঠিকাদারী গ্রুপের বিরোধের জের ধরে ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চারগাঁও ও জয়পুর গ্রামবাসীর মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ শতাধিক লোক আহত হয়।
ভাংচুর ও লুটপাট হয় ২০টিরও বেশি দোকানপাট। আহত সুজন মিয়াকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার দুপুরে সুজন মিয়া মারা যায়। সুজনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, ঘটনার পরপর পুলিশ ৬ ব্যক্তিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। সংঘর্ষ ও পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪০০ লোকের বিরুদ্ধে মামলা দায়ের করে।