হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, সারা জেলার ন্যায় তেঘরিয়া ইউনিয়নে শিক্ষা, বিদ্যুৎ, খাদ্য ও যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। জনগণ পাশে থাকলে আরো উন্নয়ন হবে।
তিনি অরো বলেন, সরকার জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।
শুক্রবার হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নে ১ হাজার ৫শ’ ৮০ জন দরিদ্র লোকজনের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চাউল বিতরণকালে এমপি আবু জাহির আরও বলেন, একমাত্র জননেত্রী শেখ হাসিনার সরকারের সময়ই এই কার্যক্রম চালু হয়েছে।
তিনি দেশের অসহায় মানুষকে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করে বলেন, তিনি রাষ্ট্র ক্ষমতায় না থাকলে এই দেশ একটি জঙ্গীবাদী রাষ্ট্রে পরিণত হবে। তাই দেশের শান্তি শৃংখলা বজায় রাখতে শেখ হাসিানার বিকল্প নেই।
তিনি বলেন, অচিরেই অতি দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজিতে বিক্রয় এবং যাদের ভিটা আছে কিন্তু ঘর নেই তাদেরকে ঘর নির্মাণের ব্যবস্থা করে দিবে সরকার।
তেঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উত্তম রায় ও যুবলীগ সাধারণ সম্পাদক আবিদ মিয়া, তাজুল ইসলাম, রানাসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী এবং ইউপি সদস্যসহ স্থানীয় মুরুব্বীয়ান।