চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি পিপলস্ ফোরামের অর্ধ-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সাতছড়ি জাতীয় উদ্যান টুরিস্ট সপের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পিপলস্ ফোরাম সভাপতি শফিকুল ইসলাম আবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোবাশ্বির আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্র্মকর্তা মিহির কুমার দো।
বিশেষ অতিথি ছিলেন ক্রেল প্রকল্পের নর্থ-ইস্ট রিজিওনের আঞ্চলিক সমন্বয়কারী মাজহারুল ইসলাম জাহাঙ্গীর, আহমেদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম, শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব তৌফিকুল আলম চৌধুরী, সাতছড়ি বিট কর্মকর্তা আনিসুজ্জামান, সাতছড়ি জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ মাহমুদ হোসেন, পিপলস্ ফোরাম সহ-সভাপতি রাবেয়া খাতুন, ক্রেল প্রকল্পের সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের সাইট অফিসার মোস্তফা হায়দার মিলন, লাইভলীহুড ফ্যাসিলিটেটর আব্দুল্লাহ-আল-মামুন, এনআরএম ফেসিলিটেটর আবু হানিফা মেহেদী।
সভায় বক্তরা বলেন-পিপলস্ ফোরাম সাধারণ সম্পাদক মোবাশ্বির আলী সাতছড়ি পিপলস্ ফোরাম কিভাবে পরিচালিত হয় এর চলমান কার্যক্রম, ভবিষ্যতে পিপলস্ ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য এবং এ লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে কী করনীয় তা আলোচনা করেন।
সভায় বিভাগীয় বন-কর্মকর্তা মিহির কুমার দো বনজ সম্পদ রক্ষায় সহ-ব্যবস্থাপনা কমিটি, পিপলস্ ফোরাম এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। অদ্যকার সভার সভাপতি শফিকুল ইসলাম আবুল বলেন পিপলস্ ফোরাম হল জনতার মঞ্চ। তিনি জানান সাতছড়ি জাতীয় উদ্যানের আশে পাশের ৩৮টি ভিসিএফ থেকে ২ জন করে মোট ৭৬ জন সদস্য নিয়ে সাতছড়ি পিপলস্ ফোরাম সাধারণ পরিষদ গঠিত হয়।
তিনি বন সংরক্ষণে সহ-ব্যবস্থাপনা সংগঠন, বন বিভাগ ও অন্যান্য সকল শ্রেণীর মানুষদের সাথে মিলেমিশে সার্বিকভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও ক্রেল প্রকল্পেরমোস্তফা হায়দার মিলন চলমান কার্যক্রম আলোচনা করেন। পিপলস্ ফোরাম সদস্যগন সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যনগণের সাথে বন সংরক্ষণ বিষয়ক মতবিনিময় করেন।
চেয়ারম্যানগণ প্রকৃত বন নির্ভরশীল মানুষদেরকে বিকল্প জীবিকায়ন সৃষ্টি করার জন্য ইউনিয়ন পরিষদের স্বল্প বাজেট থেকে সর্বাত্বক চেষ্টা করার অঙ্গীকার করেন। এছাড়া বনজ সম্পদ রক্ষার্থে বন বিভাগকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন। ক্রেল প্রকল্পের মাজহারুল ইসলাম জাহাঙ্গীর তাঁর বক্তব্যে বন সংরক্ষণে সহযোগিতামূলক কার্যক্রমের ক্ষেত্রে সুদৃঢ় ও প্রশস্ত করতে ইউনিয়ন পরিষদের পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ, সমাজ কল্যান ও দূর্যোগ ব্যবস্থাপনা এবং কৃষি, মৎস্য ও পশু সম্পদ ও অর্থনৈতিক উন্নয়নমূলক কাজ বিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে পিপলস্ ফোরাম এবং সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অন্তর্ভুক্ত করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আহবান জানান।