চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজি চালক অপহরনে ৪ দিন পর অপহৃত সিএনজি চালক শাহ জাহান মিয়া(৩৮) কে উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ ও হবিগঞ্জের ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯ টায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মলেন্দু চক্রবর্ত্তী,ওসি তদন্ত মোহাম্মদ ইকবাল হোসেন,হবিগঞ্জের ডিবি পুলিশের এসআই সুদ্বিপ রায় ও বানিয়াচং থানার এসআই আবু আব্দুল্লা জাহিদ এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বাসুল্লা এলাকার কৃষ্ণনগর কুলিয়ার ছড়া পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত সিএনজি চালক শাহ জাহান মিয়া(৩৮)কে উদ্ধার করে।
এ সময় পুলিশ অপহরনকারী দলের সদস্য বাসুল্লা গ্রামের নুহু মিয়ার ছেলে মাসুক মিয়া(৩৫) ও কৃষ্ণনগর গ্রামের আঃ রশিদের ছেলে বাসুল্লা বাজারের বিকাশ ব্যবসায়ী কাজল মিয়া(৩২)কে আটক করা হয়।
উল্লেখ্য যে,গত ৪ সেপ্টেম্বর রাত ১২ টায় সিএনজি চালক শাহ জাহান মিয়াকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে সিএনজিসহ অপহরন করে অপহরনকারীরা। শাহ জাহানকে অপহরনের পরে অপহরনকারীরা ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।
এ ব্যাপারে সিএনজি চালক শাহ জাহানের ছোট ভাই রমজান মিয়া গত ৫ সেপ্টেম্বর চুনারুঘাট থানায় একটি সাধারন ডায়রী দায়ের করেন। সাধারন ডায়রীর সূত্র ধরে চুনারুঘাট থানা পুলিশ ও হবিগঞ্জের ডিবি পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় সাড়াষি অভিযান চালিয়ে অবশেষে বুধবার রাতে অপহৃত শাহ জাহানসহ সিএনজিটি উদ্ধার করে এবং মাসুক মিয়া(৩৫) ও কাজল মিয়া(৩২)কে আটক করা হয়।
উদ্ধারকৃত অপহৃত আহত শাহ জাহান চুনারুঘাট উপজেলার করিমপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে। উদ্ধারকৃত অপহৃত আহত শাহ জাহানকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।