নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে শহীদ রাষ্টধপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাযার নামাজের কর্মসুচী পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ ২০ দলীয় জোট।
মঙ্গলবার সকাল ৯ টায় নবীগঞ্জ নতুন বাজার মোড়ে উক্ত গায়েবানা জানাযা অনুষ্টিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল হোসেন আজাদ, নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক যুবরাজ গোপ, জামায়াত নেতা ডাঃ সিফাত আলী, জামায়াতের আমীর সাইদুল হক সাদিক, নায়েবে আমীর আব্দুল মুকিত পাঠান, মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মোর্শেদ আহমদ, উপজেলা যুবদল সভাপতি এটিএম সালাম, আব্দুল বাকির চৌধুরী এমরান, সোহেল আহমদ রিপন, মনর উদ্দিন, মাওঃ মোস্তফা আল হাদী, যোশেফ বখত চৌধুরী, সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, সাদিকুর রহমান শিশু, আহমদ ঠাকুর রানা, একে আজাদ লেবু, এমদাদুর রহমান লেবু, জিতু মিয়া সেন্টু, আবুল কালাম মিঠ, শাহ রুহেল প্রমূখ। গায়েবানা জানাযার নামাজে ইমামতি করেন উপজেলা জামায়াতের আমীর ও ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী। পরে কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়েছে।