নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেসে গেলেন,নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলার লোগাঁও গ্রামের সাবেক চেয়ারম্যান পুত্র ফয়েজ আমীন রাসেল। রমজান আলী নামে এক যুবকের হাতে দু’নলা বন্দুক দিয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাসানোর নাটক তৈরি করে নিজেই নাট্যকার বনে গেছেন ।পুলিশের হাতে বন্দুকসহ ধরা পড়া যুবক লোগাও গ্রামের মৃত্য রহিম উল্লাহর পুত্র রমজান আলী ঘটনার বর্ণনা দিয়ে পুলিশের কাছে স্বীকারুক্তিমুলক জবান বন্দি দিয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার গভীর রাতে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামে তার নিজ বাড়ীতে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্র আইনে নবীগঞ্জ থানায় একটি মামলা করেছে।চাঞ্চল ̈কর এ ঘটনায় এলাকায় তুলপাড় শুরু হযেছে।
পুলিশ সুত্রে জানাযায়, ওই দিন রাতে গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ এর বাড়ী থেকে একটি দু’নলা বন্দুকসহ রমজান আলীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশের কাছে প্রাথমিক জিঞ্জাসাবাদে রমজান আলী জানায় শাহনেওয়াজের ছেলে ফয়েজ আমীন রাসেল এই বন্দুকটি তার কাছে দেয়। এবং রাসেল বলেছেন সে যেন পুলিশের কাছে স্বীকার করে এই অস্রটি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবুল খায়ের গোলাপ ও সাবেক মেম্বার জিতু মিয়া দিয়েছে রাসেলের ক্ষতি করার জন্য। কিন্তু পুলিশের ব্যাপক জিঞ্জাসাবাদে প্রকত সত্য ঘটনা সে স্বীকার করে ফেলে। এ ঘটনায় নবীগঞ্জ থানার এস আই সুধীন চন্দধ দাশ বাদী হয়ে থানায় অস্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁওগ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ও সাবেক মেম্বার জিতু মিয়ার মধ্যে ̈ দীর্ঘদিন ধরে কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ির দখল-বেদখল নিয়ে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে দাঙ্গা হাঙ্গামার ও গুলি বর্ষনের ঘটনাও ঘটে। উভয় পক্ষই থানায় পৃথক মামলা করেছে। এ ব্যাপারে উভয় পক্ষ থেকে থানা পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্তের অভিযোগ তুলে। পারিবারিক এ ঘটনায় বতর্মান চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ জিতু মিয়ার পক্ষ নেয়। ফলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পরে। মিটিং-পাল্টা মিটিংয়ে উত্তোপ্ত হয়ে উঠে ওই এলাকার জনপদ। এ কারনেই ইউপি চেয়ারম্যান গোলাপকে ফাঁসাতে গিয়ে রমজান আলীর হাতে বন্দুক তোলে দিয়ে এ ঘটনা সাজায় ফয়েজ আমীন রাসেন।
এ অভিযোগের ব্যাপারে রাসেল জানায়, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমার চাচার কোটি টাকার বাড়ি দখল করতে না পেরে যারা আমাকে ও আমার পরিবারকে ক্ষতি করার জন্য রমজান আলীকে বন্দুক দিয়ে পাঠিয়েছিল তারাই তাকে দিয়ে আমার নাম স্বীকারুক্তি দেয়ার অপচেষ্টা।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা হয়েছে। তদন্ত করে এর নেপথ্যে যারা রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।