দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : হজ প্যাকেজ ২০১৫-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ বছর হজে যেতে পারবেন ১ লাখ ১ হাজার ৭৫৮ জন। সর্বনিম্ন খরচ পড়বে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।
এবারই প্রথম অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে হজযাত্রীদের। অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এছাড়া বৈঠকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি অধ্যাদেশ-২০১৪ এবং ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন আইন ২০১৪-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে সংবাদ সম্মেলন এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, ‘এবার হজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ১ হাজার ৭৫৮ জন। এর মাঝে সরকারিভাবে যাবেন ১০ হাজার এবং বেসরকারিভাবে যাবেন ৯১ হাজার ৭৫৮ জন। প্যাকেজ-১’এ কোরবানি বাদে খাওয়াসহ ৩ লক্ষ ৫৪ হাজার ৭৪৫ টাকা এবং প্যাকেজ-২’এ কোরবানি বাদে খাওয়াসহ ২ লক্ষ ৯৬ হাজার ২০৬ টাকা লাগবে।’