নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা পরিষদেও চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই এ দেশের ফুটবলের জন্ম দিয়ে ছিলেন।
আজ এই ফুটবলের মাধ্যমে দেশ ও জাতী গর্বিত। তিনি গতকাল রবিবার উপজেলার কাজিরগাও ফুটবল মাঠে অনুষ্টিত শাহীনুর-খালেদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরুস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন।
বিশিষ্ট সমাজ সেবক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা )নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধালন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, থানার অফিসার ইনর্চাজ আব্দুল বাতেন খানঁ, জাতীয় কোচ জিলান মিয়া, পৌর সভার প্যানেল মেয়র এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান আশিক মিয়া, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদ বেলাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টুর্নামেন্টের আয়োজক নব নির্বাচিত মেম্বার খালেদ মোশারফ, লন্ডন প্রবাসী শাহীনুর আলম, ফয়সল আহমদ প্রমূখ। খেলায় ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন সিলেটের পরিচিত মুখ মাসুদ রানা।
উক্ত খেলার প্রথমার্দে শুন্য গোলে সমতা থাকে। দ্বিতীয়ার্দে কাজিরগাও ফুটবল টুর্নামেন্টকে ১- ০ গোলে চ্যাম্পিয়ানের গেšরব অর্জন করে বুরহানপুর ষ্টার ম্পোটিং ক্লাব। পরে অনুষ্টানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বৃন্দ চ্যাম্পিয়ান টপি একটি ফ্রিজ ও আর্নাস আফ টপি একটি রঙ্গিন টেলিভিশন তুলে দেন। উক্ত খেলাটি উপভোগ করার জন্য হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলার মাটটি খানায় খানায় ভরে উটে।