নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।
রবিবার উপজেলা পরিষদ হল রুমে জনপ্রতিনিধি,সুশিল সমাজের নেতৃবৃত্বের উপস্থিতিতে এ ঘোষণা দেন জেলা প্রশাসক সাবিনা আলম।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আহমদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল প্রমুখ।