বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গে কুখ্যাত ডাকাত সাহাবুল মিয়া (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বেলা ১টার দিকে আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত সাহাবুল মিয়া বানিয়াচং উপজেলার পাহাড়পুর গ্রামের রমজান মিয়ার ছেলে।
বিথঙ্গল পুলিশ ফাঁড়ি থানার সহকারী উপ পুলিশ (এএসআই) মোঃ আব্দুল্লাহ জাহিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সাহাবুল মিয়ার বিরুদ্ধে ২টি ডাকাতি মামলা ও ১টি অস্ত্র মামলা রয়েছে। সে দির্ঘদিন যাবত পলাতক ছিল।