নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলার সাতাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে এ অনুষ্ঠানের পূর্বে উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাতাদের নিয়ে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগমের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন প্রধান শিক্ষক প্রভাত ভূষন রায়।
এতে বক্তব্য রাখেন, উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, নারী উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক মরিয়ম বেগম,কোষাধক্ষ হোসনা বেগম, ইউপি সদস্য আঃ মুকিত প্রমুখ। অনুষ্ঠানে নারী উন্নয়ন ফোরামের সভাপতি নাজমা বেগম সবাইকে বাল্য বিবাহ,নারী নির্যাতন, যৌতুক প্রথা ইত্যাদি বন্ধের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।