ফারুক মাহমুদ, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউপির কালেঙ্গায় বিএনপি ও জাতীয় পার্টির প্রায় অর্ধশ নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন।
শুক্রবার সন্ধ্যায় কালেঙ্গা অফিস বাজার ক্লাব অফিস প্রাঙ্গণে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।
৭নং ওয়ার্ড কালেঙ্গা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেম্বার হাজী বাহার মিয়ার সভাপতিত্বে যোগদান এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা বর্তমান চুনারুঘাট উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য স্থানীয় সাবেক মেম্বার সিরাজ মিয়া, উপজেলা যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক নূর আলী তালুকদার, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ বাদল চক্রবর্তী, সহ-সভাপতি শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক কেশব চক্রবর্তী, ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিউল্লাহ্ধসঢ়;, সাধারণ সম্পাদক ডাঃ সুকুমল চক্রবর্তী,মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, লোকমান, মনির আহমেদ, ইউপি যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রাজু চক্রবর্তী, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম সুমন, সুমন মিয়া ও মনির মিয়া। সভা পরিচালনা করেন ছাত্রলীগের সভাপতি পার্থ সারথী। এতে সভায় উপস্থিত অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগ নেতা নূরুল্লা, সিতু মিয়া, নাদু মিয়া, গুণি মিয়া, মনির মিয়া, যুবলীগ নেতা তাজুল ইসলাম স্বপন,বেলাল মিয়া, মিজানুর রহমান, আব্দুর রহিম, ইউপি স্বেচ্ছাসেবকলীগ নেতা বাচ্চু মিয়া ও মিলন মিয়া, ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারী জহির,ছাত্রলীগ নেতা সোহাগ ও শাওনসহ আরও অনেকে। সভায় আব্দুল হালিম,আবেদ উল্লা, আনোয়ার, মনির আহমেদ, সোহাগসহ বিএনপি ও জাতীয় পার্টি থেকে ৩৫জন নেতাকর্মী আওয়ামীলীগ ও যুবলীগে যোগদান করেন। সভা শেষে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি যুবলীগ নেতা সাংবাদিক ফারুক মাহমুদসহ অতিথিরা।
উল্লেখ্য মাস দেড়েক পূর্বে স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে যুবলীগ নেতা সাংবাদিক ফারুক মাহমুদ কালেঙ্গা ৭নং ওয়ার্ডের অর্ধশ নেতাকর্মীকে যুবলীগে যোগদান করান।