বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।
শনিবার সকাল ৯টায় উপজেলার স্নানঘাট ইউনিয়নের শ্যমপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবক শ্যামপুর গ্রামের কৃষ্ণ সূত্রধরের ছেলে কাঠমেস্ত্রী অম্পু সূত্রধর (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার স্নানঘাট ইউনিয়নের শ্যামপুর গ্রামের সুবল সূত্রধরের সাথে পাশে বাড়ীর পরতুশ সূত্রধরের জায়গা সম্পত্তি নিয়ে দর্ঘিদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে পরতুশ সূত্রধরের লোকজন সুবল সূত্রধরের নতুন বাড়ীতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষে ১৫ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতের উদ্ধার করে বাহুবল হাসাতালে নিয়ে আসে। অম্পু সূত্রধরের অবস্থার অবনতি ঘটলে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে বেলা ১১টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্নানঘাট ইউনিয়নের সদস্য আবিদ মিয়া অম্পু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, শ্যমপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় হাসপাতালে একজন নিহত হয়েছে খবর পেয়েছি।