সৌদি আরব প্রতিনিধি ॥ পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে প্রায় লক্ষাধিক হাজী এবার সৌদি আরবে যাবেন। ইতমধ্যে অনেক হাজী মক্কা এবং মদিনায় পৌছেছেন। পর্যায়ক্রমে সকল হাজী যথাসময়ে গিয়ে পৌঁছাবেন আশা করা হচ্ছে। সৌদি আরবে হজ পালন করতে যাওয়া বাংলাদেশী হাজীদের স্বাস্থ্যসেবায় ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশ সরকারের মক্কা ও মদিনা হজ্ব মিশন ।
আমাদের সৌদি আরব প্রতিনিধি জানিয়েছেন- হজ পালন করতে যাওয়া হাজীদের মক্কাতে হজ মিশনের মেডিকেল সেন্টার চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এ জন্য বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ঔষধপত্র ও বিশেষজ্ঞ ডাক্তার ও চিকিৎসা কর্মী পৌছেছেন। হাজীদের কোনোরূপ চিকিৎসা সেবায় অনিয়ম না হয় সে লক্ষ্যে জেদ্দা কন্স্যুলেট সার্বক্ষনিকভাবে তদারকি করছেন নিবিড়ভাবে।
বিশেষ করে হজের মূল স্থল মিনায় হাজীদের চিকিৎসা সেবায় মোবাইল টিমের মাধ্যমে সার্বক্ষনিক চিকিৎসা সেবা দেওয়া হবে। বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া হাজীদের মধ্যে এ পর্যন্ত ২০ জন মৃত্যুবরণ করেছেন।
এদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৪ জন, মদিনায় ৫ জন ও জেদ্দায় ১ জন। যারা মদিনায় মৃত্যুবরণ করেছেন তাদেরকে মদিনায় দাফন করা হয়েছে ও মক্কায় যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে মক্কায় দাফন করা হয়েছে। হাজী মৃত্যুবরণকারী সকল হাজীদেরকে এ দেশেই কবর দেওয়া হবে বলে জানা গেছে ।