নিজস্ব প্রতিবেদক : দেশে আগামী ১৩ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার বাংলাদেশের আকাশে কোথাও ১৪৩৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী রোববার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে দেশে ঈদুল আজহা হবে ১৩ সেপ্টেম্বর।
এবারের ঈদুল আজহার সরকারি ছুটি থাকবে ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর।
বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১২ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।
হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ধর্মপ্রাণ মুসলমানদের বৃহত্তম উৎসব ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদুল ফিতরের পর ঈদুল আজহা মুসলমানদের বড় ধর্মীয় উৎসব।
হযরত ইব্রাহীম (আ.) ও হযরত ইসমাইলের (আ.) স্মরণে ত্যাগের মহিমায় ভাস্বর এ উৎসবে মুসলমানরা পশু কোরবানি করে থাকেন। ঈদুল আজহার এ সময়ে বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবের পবিত্র ভূমিতে হজ পালন করেন।