নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামে শুক্রবার বিকেলে ছাগলে ধান খাওয়ার দায়ে জমির প্রভাব শালী মালিক পক্ষের লোকজন দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করেছে ছাগলের মালিক নিরীহ ৭ মাসের অন্তসত্ত্বা রোকশানা বেগম (২৪) কে। সে ওই গ্রামের আজাদ মিয়ার স্ত্রী।
স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন।
সুত্রে জানাযায়, দত্তগ্রামের আজাদ মিয়ার একটি ছাগল পাশের জমিতে গিয়ে নেমে পড়ে। খবর পেয়ে তার অন্তসত্ত্বা স্ত্রী ছাগলটি আনতে যায়। এ সময় জমির মালিক এলাকার প্রভাবশালী রশিদ মিয়া, নুরুল হক ও নুরুল আমীন এগিয়ে গিয়ে ছাগলে ধান খাওয়ার অভিযোগে ওই মহিলাকে বেদরক মারপিট ও দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের এই আঘাতে গর্ভের অনাগত সন্তান নষ্ট হওয়ার আশংখ্যা করছেন সংশ্লিষ্ট ডাক্তার।