বিশেষ প্রতিনিধি, যুক্তরাজ্য থেকে:-কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গের উপস্থিতিতে চন্দ্রছড়ি সাহেব বাড়ীর সৈয়দ আনিছুল হক এর পুত্র সৈয়দ জাতুল আকমাম হাসানের সাথে আম্বিয়া আলীর শুভ বিবাহ যুক্তরাজ্যর ম্যানচেষ্টার শহরে জাকঁজমক পূর্ন ভাবে সম্পূর্ন্ন হয়েছে।
গত মঙ্গলবার ম্যানচেষ্টারের স্বনামধন্য রেষ্টুরেন্ট ‘নবাব’ এর হল রুমে অত্যান্ত আনন্দঘন পরিবেশে ইউরোপের বিভিন্ন স্থান থেকে আসা কমিউনিটির গুনিজনের উপস্থিতিতে সবর হয়ে উঠে ছিল পুরো বিবাহের অনুষ্টানটি। বাঙালি নন বাঙালি সহ বিভিন্ন কমিউনিটির লোকজন এতে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিভারপুল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির প্রতিনিধি ফখরুল আলম, ম্যানচেষ্টারের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর বাদল আহমেদ, বার্মিংহামের বিশিষ্ট ব্যবসায়ী মিসবা আহমেদ, আয়ারল্যান্ডের বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব ইঞ্জিনিয়ার সৈয়দ মোস্তাফি আহমেদ তমাল, ম্যানচেষ্টারের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ধলা মিয়া, তাজ উদ্দিন আহমেদ প্রমুখ।
বিবাহ অনুষ্টান শেষে বর সৈয়দ জাতুল আকমাম হাসান নিজেরই বাংলা হিন্দি গান গেয়ে আমন্ত্রিত অতিথিদের মাতিয়ে রাখেন।