হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের মাতৃমঙ্গল এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হল সদর উপজেলার রিচি আইরা কোণা গ্রামের আব্দুল মতিনের পুত্র খলিলুর রহমান (২০) ও মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল আহাদের পুত্র সালা উদ্দিন (২৪)।
বৃহস্পতিবার সকালে ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
এ সময় খলিলুর রহমানের কাছ থেকে ২২ পিস ও সালা উদ্দিনের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে মামলা করেছে।