বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরে যান্ত্রিক পদ্ধতিতে ধান চারা রুপনের প্রদর্শণী ও মাঠ দিবস অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টায় কর্নেল এম এ রব সড়কে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ১নং উত্তর পুর্ব ইউনিয়নের নন্দি পাড়া গ্রামের আব্দুল করিমের জমিতে ‘রাইস ট্রান্স প্লান্টার’ (ধান চারা রুপন মেশিন) যান্ত্রিক সাহায্য কম শ্রমিক ও স্বল্প খরচে ধান চারা রুপন প্রদর্শণী উদ্বোধন করেন জেলা খামার বাড়ি উপ-পরিচালক বশীর আহমেদ সরকার ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসেম রাফের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত উপ-পরিচালক এমএম ইলিয়াছ, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার ফারুক আহমেদ, মহিউদ্দিন এবং আবু কাউসার প্রমূখ ।
সভায় স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।