বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা থেকে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার মিরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পলাতক আসামী সদও উপজেলার সুলতানশী গ্রামের ছুরত আলীর ছেলে কামাল মিয়া (২৫)।
জানা যায়, শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পের এএসপি মাঈন উদ্দিনের নেতৃত্বে মিরপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মামলা রয়েছে। সে তিন বছর যাবৎ পালিয়ে বেড়াচ্ছিল বলে জানায় র্যাব। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।