হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-বানিয়াচংয়ের শরীফ উদ্দিন সড়কে সিএনজি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে শ্যামানন্দ দাশ (৫৫) নামের এক শিক্ষকের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৫ যাত্রী।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে। সিএনজি ও ট্রাক আটক করা হলেও উভয় চালক পালিয়ে গেছে।
আহত সুত্রে জানা যায়, বানিয়াচং বড় বাজার থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে আসছিল। এ সময় উল্লেখিতস্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে পাশের খাদে পড়ে যায়।
এ সময় বানিয়াচং উপজেলার দরা গ্রামের শ্যাম সুন্দর দাশের পুত্র শিক্ষক শ্যামানন্দ দাশ গুরুতর আহত হন। তার দেহ থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় একই গ্রামের রানু রঞ্জন দাশের স্ত্রী মালতি রাণী দাশ (৫০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে আশংকাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
অপর আহত বাহুবল উপজেলার গোবিন্দপুর গ্রামের শুকুর দাশের পুত্র সুশেন দাশ (৩৫) ও তার স্ত্রী লাকি রাণী দাশ (৩০), দুলাল দাশের স্ত্রী নিলা দাশ (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পর ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আহতরা অভিযোগ করেন অন্ধকার রাতে একদল দুর্বৃত্ত দুর্ঘটনার পর মুল্যবান জিনিসপত্র লুট করে নেয়। খবর পেয়ে বানিয়াচং থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তবে চালক পালিয়ে গেছে।