মোঃ আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ থেকেঃ সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড) এর কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত হবিগঞ্জ জেলা শাখার তত্ত্বাবধানে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোলচত্ত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাও. আব্দুল্লাহ।
জেলা সহ সাধারন সম্পাদক মাও. আজিজুর রহমান মানিক ও সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুল কাইয়ুম এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চুনারুঘাট শামছুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও বেফাকের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাও. জহুর আলী।
বক্তব্য রাখেন, বেফাকের কেন্দ্রীয় প্রতিনিধি মাও.আজিজুল ইসলাম, মাও. আব্দুল মজিদ, হাফেজ আব্দুল হামিদ,মুফতি তাফাজ্জুল হক, মাও. আব্দুল নূর, মাও. শরীফ উদ্দিন সুফিয়ান,মুফতি হারুনুর রশিদ প্রমূখ।
উক্ত মানববন্ধন কর্মসূচীতে হবিগঞ্জ জেলার বেফাক ভুক্ত মাদ্রাসা সমূহের শত শত শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়াও হবিগঞ্জ জেলার আরও ৫টি পয়েন্টে থানা কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।