হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সদর থানার ওসি মোঃ ইয়াসিনুল হকের সভাপতিত্বে ও এসআই সানা উল্লার পরিচালনা থানার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার রাসেলুর রহমান।
এ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারসহ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পুলিশদের মাঝে উপস্থিত ছিলেন এসআই আব্দুর রহিম, রকিবুল হাসান, লুৎফুর রহমান, পার্থ রঞ্জন চক্রবর্তী, মিজানুর রহমান প্রমুখ।
সভায় আইন শৃংখলা পরিস্থিতি, বাল্য বিবাহ, চুরি, ডাকাতি, মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় সহকারি পুলিশ সুপার ও ওসি উপস্থিত সকলকে সহযোগিতার আহবান জানান।